সড়কে মৃত হাতি ফেলে পালালেন মাহুত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ১৫ আগস্ট ২০২৩

বগুড়া সদরে মৃত হাতিকে সড়কে ফেলে রেখে পালিয়ে গেছেন মাহুত। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে উপজেলার নামুজা ইউনিয়নের শোলাগাড়ী মোড়ে হাতির মরদেহটি পাওয়া যায়।

পুলিশ জানিয়েছে, স্ত্রী প্রজাতির হাতিটি বান্দরবান এলাকার আজগর নামে এক ব্যক্তির। হাতিটির বয়স আনুমানিক ৮০ বছর। বগুড়া সদরের নামুজা এলাকার এনামুল হক নামে এক ব্যক্তি হাতিটির মাহুত হিসেবে কাজ করতেন। বগুড়াসহ বিভিন্ন জেলায় সার্কাস ও বিভিন্ন অনুষ্ঠানের কাজে ব্যবহারসহ এলাকা ঘুরে দোকান, যানবাহন ও মানুষের কাছে হাতির সাহায্যে টাকা তুলতেন মাহুত।

নামুজা বগারপাড়া ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রুবেল হোসেন জানান, সকালে স্থানীয়রা মৃত হাতিকে দেখে খবর দিলে পুলিশ ও বনবিভাগকে জানানো হয়। রাতের কোনো এক সময় হাতিটি কেউ গাড়িতে করে এসে এখানে ফেলে রেখে গেছে।

হাতির মালিক আসগরের ভাতিজা মমতাজ উদ্দিন জানান, হতিটি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিল। তাকে দক্ষিণাঞ্চলের একটি জেলার অনুষ্ঠানে ভাড়া হিসেবে নিয়ে যাওয়া হয়েছিল। সোমবার ট্রাকে করে বগুড়ায় নিয়ে আসার পথে হাতিটির মৃত্যু হয়। তবে মাহুত কেন সড়কে হাতি ফেলে রেখে গেলো তা জানি না।

এ বিষয়ে জানতে হাতির মাহুত এনামুল হকের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি সাড়া দেননি।

বগুড়া সদর থানা পুলিশের এসআই জাহিদ হাসান বলেন, হাতিটির বয়স অনেক ছিল, অসুস্থ হয়েই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তারা আছেন। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।