ইলিশের কেজি ৪৫০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৪:০০ পিএম, ১৮ আগস্ট ২০২৩

প্রচুর পরিমাণে ধরা পড়ায় দাম কমেছে জাতীয় মাছ ইলিশের। বরগুনা পৌর মাছের বাজারে ছোট সাইজের (পাঁচটিতে এক কেজি) ইলিশ বিক্রি হচ্ছে ৪৫০ টাকা দরে।

শুক্রবার (১৮ আগস্ট) দুপুরে মাছের বাজারে এ চিত্র দেখা গেছে।

পৌর বাজারের খুচরা মাছ বিক্রেতা মাসুদ হোসেন বলেন, ‘আগে এ মাছ ৬০০ টাকা কেজি দরে বিক্রি করেছি। এখন বাজারে মোটামুটি মাছ সরবরাহ বেড়েছে। ছোট সাইজের ইলিশ বিক্রি করছি ৪৫০ টাকা কেজি দরে।’

jagonews24

ছেলে জাহিদ মেহেদীকে সঙ্গে নিয়ে মাছ কিনতে এসেছেন বরগুনা সদর উপজেলার ১ নম্বর বদরখালী ইউনিয়নের কুমড়াখালীর কৃষক রশিদ ফরাজী। তিনি
জাগো নিউজকে বলেন, ‘চিংড়ি মাছ কিনতে এসেছিলাম। তবে কম দামে ইলিশ পেলাম তাই এক কেজি কিনলাম। ৪৫০ টাকা কেজি নিয়েছে। কম দামে ইলিশ কিনতে পেরে আমি অনেক খুশি। অনেকদিন পর আজ ইলিশ মাছ কিনলাম।’

তিনি আরও বলেন, ‘এক কেজিতে পাঁচটি ইলিশ পেয়েছি। তবে ছোট সাইজের ইলিশের দাম কম হলেও বড় সাইজের ইলিশের দাম অনেক বেশি।’

jagonews24

বরগুনা পৌর মাছ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, ‘আমাদের বাজারে যেসব ইলিশ পাওয়া যায় তার সবগুলোই স্থানীয় নদীর মাছ। এ বাজারে নদীর ইলিশের চাহিদা প্রচুর। গত দুদিন ধরে সরবরাহ মোটামুটি ভালো রয়েছে। দামও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রয়েছে।’

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, বাজারে কম দামে যে ছোট সাইজের ইলিশ পাওয়া যায় এগুলো জাটকা না। তবে বাজারে মাছের সরবরাহ বেশি থাকলে দাম কম থাকে এটাই স্বাভাবিক। সামনে ইলিশের দাম আরও কমবে বলে আশা করেন তিনি।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।