মিথ্যা ধর্ষণ মামলা, বাদীর পাঁচ বছর কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বরগুনা
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ২০ আগস্ট ২০২৩

বরগুনায় মিথ্যা মামলা করায় বাদীর পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (২০ আগস্ট) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বিশেষ সরকারি কৌঁসুলি মোস্তাফিজুর রহমান বাবুল।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন বরগুনার আমতলী উপজেলার পূর্ব গাবতলী গ্রামের মো. হানিফের স্ত্রী নিলুফা বেগম। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৭ জানুয়ারি নিলুফা বেগম ট্রাইব্যুনালে অভিযোগ করেন, একই ঠিকানার আবদুল খালেকের ছেলে আবুল কালাম তাকে প্রায়ই উত্ত্যক্ত করেন। একই বছরের ১৬ জানুয়ারি আবুল কালাম তার বসতঘরে ঢুকে ধর্ষণচেষ্টা করেন। তবে বাদীর অভিযোগ মিথ্যা মর্মে আদালতে প্রতিবেদন জমা দেন তদন্ত কর্মকর্তা। পরে ২০১৮ সালের ২০ নভেম্বর মামলা খারিজ করে দেন আদালত।

মিথ্যা মামলা করার অপরাধে আবুল কালাম বাদী হয়ে ২০১৯ সালের ২০ মার্চ নিলুফা বেগমের বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা করেন। সেই মামলায় আজ রায় ঘোষণা করেন আদালত।

এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।