চট্টগ্রামে অস্ত্র মামলায় ২ জনের ১৭ বছর কারাদণ্ড


প্রকাশিত: ১২:৩২ পিএম, ২০ মার্চ ২০১৬

চট্টগ্রামে অস্ত্র মামলায় দুজনকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার চট্টগ্রামের জননিরাপত্তা ট্রাইবুন্যালের বিশেষ জজ সৈয়দা হোসনে আরা এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত দুজন হলেন, মো. আমির হোসেন ও আব্দুল মতিন।

ট্রাইবুন্যালের বিশেষ পিপি জাহাঙ্গীর আলম খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, অস্ত্র আইনের ১৯ (ক) ধারায় ১০ বছর এবং ১৯ (ছ) ধারায় সাত বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। উভয় রায় একটির পর আরেকটি কার্যকর হবে বলে আদালতের আদেশে বলা হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০০৪ সালের ১০ অক্টোবর নগরীর কাজির দেউড়ির একটি বাসা থেকে একটি পাইপগান ও গুলিসহ আমির হোসেন ও আব্দুল মতিনকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশ।

এ ঘটনায় কোতয়ালি থানায় দায়ের হওয়া মামলায় ২০০৫ সালের ২৩ অক্টোবর আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ২০০৬ সালের ১৩ ফেব্রুয়ারি আদালত দুই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় মোট আটজনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আমির হোসেন কারাগারে এবং আব্দুল মতিন পলাতক রয়েছেন।

জীবন মুছা/এসএইচএস/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।