পুলিশের সেবায় সন্তুষ্ট না হলে থানায় জানানো যাবে অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ২১ আগস্ট ২০২৩

জনগণের সেবা নিশ্চিতের লক্ষ্যে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় স্থাপন করা হয়েছে অভিযোগ বক্স। রোববার (২০ আগস্ট) থানা ভবনের মূল প্রবেশ পথে এ অভিযোগ বক্স স্থাপন করা হয়।

মূলত উপজেলার বিভিন্ন স্থান থেকে সেবা নিতে আসা মানুষ সঠিক সেবা পেলেন কিনা, সেবা দেওয়া কর্মকর্তার বিরুদ্ধে সেবা গ্রহীতার কোনো অভিযোগ আছে কিনা তা জানতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে।

থানা সূত্রে জানা গেছে, পুলিশের সেবার বিষয়ে অনেক সময় সাধারণ জনগণ সরাসরি অভিযোগ দিতে সাহস পায় না। তাই এই অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে। এখানে থানার যেকোনো কর্মকর্তার সেবার বিষয়ে যদি কোনো অভিযোগ থাকে তা লিখিতভাবে জানাতে পারবেন।

আরও পড়ুন: ধান চুরি মামলায় জামিন পেলেন সেই ইউপি চেয়ারম্যান

আলফাডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. এনায়েত হোসেন জাগো নিউজকে বলেন, এটি পুলিশের একটি ব্যতিক্রমী উদ্যোগ। এতে সেবার মান ও সেবা গ্রহীতাদের মধ্যে আস্থা আরও বৃদ্ধি পাবে। এমন উদ্যোগের জন্য আলফাডাঙ্গা থানা পুলিশকে ধন্যবাদ।

এ ব্যপারে আলফাডাঙ্গার বিশিষ্ট ঠিকাদার মাহবুবুর রহমান কচি জাগো নিউজকে বলেন, ওসি সাহেব খুবই ব্যতিক্রমী একটি ভালো কাজ করেছেন। এতে করে পুলিশের প্রতি আলফাডাঙ্গাবাসীর আস্থা বাড়বে।

এ বিষয়ে আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের জাগো নিউজকে বলেন, অভিযোগ বক্সের চাবি শুধু মাত্র আমার কাছে থাকে এবং অভিযোগগুলো আমি দেখবো। অভিযোগকারীর নাম ঠিকানা গোপন রেখেই তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

এন কে বি নয়ন/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।