শেখ হাসিনা হাসলে দেশের মানুষ হাসে: শামীম ওসমান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৪২ এএম, ২২ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করেন কিসে এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হবে, কিসে এদেশের মানুষের ভালো হবে সেই চিন্তা করে। তিনি হাসলে এদেশের মানুষ হাসে।

তিনি আরও বলেন, সারাদেশে যে উন্নয়ন হয়েছে তা চোখে পড়ার মতো। শেখ হাসিনা প্রধানমন্ত্রী বলেই তা আজ সম্ভব হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেলে টাঙ্গাইল পৌর শহরের শহীদ স্মৃতি পৌর উদ্যানে গ্রেনেড হামলা উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শামীম ওসমান। টাঙ্গাইল শহর ও সদর উপজেলা আওয়ামী লীগ যৌথভাবে এ সভার আয়োজন করে।

jagonews24

বিএনপিকে উদ্দেশ করে এমপি শামীম ওসমান বলেন, বিদেশিদের কথা ভেবে এতো লাফালাফি-ফালাফালি করবেন না। ক্ষমতায় আসার স্বাদ কখনো পাবেন না। বিদেশিরা আপনাদের দিয়ে শুধু ডুগডুগিই বাজাবে, কাজের কাজ কিছুই হবে না।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের এমপি জোয়াহেরুল ইসলাম জোয়াহের, টাঙ্গাইল-৫ (সদর) আসনের এমপি ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আতোয়ার রহমান, টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুঞাপুর) আসনের এমপি তানভীর হাসান ছোট মনির, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফ উজ্জামান স্মৃতি, সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহজাহান আনছারী প্রমুখ।

সঞ্চালনা করেন শহর আওয়ামী লীগের সভাপতি এম এ রৌফ ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন তোফা।

আরিফ উর রহমান টগর/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।