ফরিদপুরে এসিল্যান্ডের নম্বর ক্লোন করে টাকা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১০:১২ এএম, ২২ আগস্ট ২০২৩
ফাইল ছবি

ফরিদপুরের সালথা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহাদাত হোসেনের ব্যক্তিগত ফোন নম্বর ক্লোন করে টাকা চাওয়ার অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২১ আগস্ট) দুপুরে এ বিষয়ে জনসাধারণকে সতর্ক করার জন্য সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি সতর্কতামূলক পোস্ট দেন।

ওই ফেসবুক পোস্টে বলা হয়- সহকারী কমিশনার (ভূমি) সালথার ব্যক্তিগত ফোন নম্বর ক্লোন করে প্রতারক চক্র প্রতারণা করছে। এবিষয়ে সবাইকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি।

আরও পড়ুন: ভৈরবে এসিল্যান্ডের মোবাইল নম্বর ক্লোন করে প্রতারণা

এ বিষয়ে সালথা উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) শাহাদাত হোসেনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তার মোবাইল নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আক্তার হোসেন শাহিন বলেন, রোববার (২০ আগস্ট) এসিল্যান্ডের ফোন নম্বরটি ক্লোন করা হয়। নম্বরটি ক্লোন করে বিভিন্ন জনের কাছে বিকাশে টাকা চাওয়া ও ফ্যাক্সিলোডের কথা বলা হয়। আমরা বিষয়টি সোমবার (২১ আগস্ট) বুঝতে পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দিয়ে সবাইকে সতর্ক করি।

 

এন কে বি নয়ন/জেএস/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।