মামাতো বোনের হয়ে এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে ধরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সিগঞ্জ
প্রকাশিত: ০১:৩৫ পিএম, ২২ আগস্ট ২০২৩

মুন্সিগঞ্জ সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় প্রক্সি দিতে এসে জেসিয়া আক্তার (২০) নামের এক ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ইংরেজি প্রথমপত্র পরীক্ষা চলাকালে তাকে আটক করা হয়।

জেসিয়া আক্তার মুন্সিগঞ্জ শহরের রনছ হাওলাপাড়া এলাকার জব্বার দেওয়ানের মেয়ে। সরকারি হরগঙ্গা কলেজ পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রফেসর নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, প্রক্সি দিতে আসা ওই ভুয়া পরীক্ষার্থীকে প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে মূল পরীক্ষার্থী সাদিয়া আক্তারকে বহিষ্কার করা হয়েছে।

Munsigonj.jpg

আরও পড়ুন: ৩ এইচএসসি পরীক্ষার্থীর শ্লীলতাহানি, ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

এদিকে আটকের জেসিয়া জানান, তার মামাতো বোন সাদিয়া আক্তার মুন্সিগঞ্জ মহিলা কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। সে অসুস্থতার কারণে পরীক্ষা দিতে আসতে না পাড়ায় তার হয়ে জেসিয়া পরীক্ষায় অংশ নেন।

এ বিষয়ে মুন্সিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আফিফা খান বলেন, ভুয়া পরীক্ষার্থী মামাতো বোনের হয়ে প্রক্সি দিতে আসে। সে জানিয়েছে তার বোন অসুস্থ তাই তার হয়ে একটি পরীক্ষায় অংশ নিতে এসেছে। আটক শিক্ষার্থীর অভিভাবকদের ডেকে পাঠানো হয়েছে। সার্বিক বিবেচনায় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

আরাফাত রায়হান সাকিব/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।