কালিগঞ্জ পৌরসভায় আ.লীগের মকছেদ আলী বিজয়ী


প্রকাশিত: ০৩:৩০ পিএম, ২০ মার্চ ২০১৬

ঝিনাইদহের কালিগঞ্জ পৌরসভায় ১২ হাজার ১২৮ ভোট পেয়ে আওয়ামী লীগ (নৌকা) মনোনীত প্রার্থী মো. মকছেদ আলী নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী নারিকেল গাছ প্রতীক নিয়ে মাসুদুর রহমান মন্টু পেয়েছেন আট হাজার ১১২ ভোট।

ঝিনাইদহ জেলা নির্বাচন অফিসার ও কালীগঞ্জ পৌর নির্বাচনের রিটার্নিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, আলহাজ্ব মো. মকছেদ আলী বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।