র‍্যাব পরিচয়ে বাস থেকে নামিয়ে ১৯ লাখ টাকা ছিনতাই

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৮:৪০ পিএম, ২৩ আগস্ট ২০২৩

টাঙ্গাইলের মির্জাপুরে র‍্যাব পরিচয়ে ১৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ আগস্ট) দুপুরে ঘটনাটি ঘটলেও বুধবার (২৩ আগস্ট) বিকেলে সোনালী ব্যাংক মির্জাপুর শাখায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার (ডিবি) লোকজন তদন্তে গেলে ঘটনাটি জানাজানি হয়।

জানা গেছে, মঙ্গলবার দুপুরে সৌদি প্রবাসী ইয়াকুব মোল্লার আনা কিছু সোনা চাচাতো ভাই হেলাল মোল্লা মির্জাপুর বাজারের ‘বাংলাদেশ জুয়েলার্সে’ বিক্রি করেন। ৫ লাখ ২৮ হাজার টাকা নগদ এবং ১৪ লাখ টাকার চেক দেন ওই ব্যবসায়ী। পরে হেলাল মোল্লা সোনালী ব্যাংক মির্জাপুর শাখা থেকে টাকা উত্তোলন করে মির্জাপুর বাইপাস বাসস্ট্যান্ড হয়ে বিনিময় সার্ভিসের একটি বাসে উঠে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক হয়ে বাড়ি যাচ্ছিলেন। পথিমধ্যে শুভূল্যা এলাকায় একটি প্রাইভেটকার বাসের গতিরোধ করে। পরে তারা র‍্যাবের পরিচয়ে টাকাসহ হেলাল মোল্লাকে গাড়ি থেকে নামিয়ে প্রাইভেটকারে তুলে চোখ বেঁধে টাঙ্গাইলের দিকে রওনা হয়।

টাকা ও ব্যাগ ছিনিয়ে নিয়ে মহাসড়কের জামুর্কী কবরস্থান এলাকায় হেলালকে ফেলে ছিনতাইকারীরা কার নিয়ে পালিয়ে যায়। ছিনতাইকারীদের পরনে র‍্যাবের কালো কটি ও হাতে পিস্তল এবং ওয়্যারলেস ছিল বলে হেলাল মোল্লা জানিয়েছেন।

এদিকে এ ঘটনায় মির্জাপুর থানায় অভিযোগ দায়ের হলে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দীনের নেতৃত্বে পুলিশ এবং গোয়েন্দা সংস্থার (ডিবি) লোকজন বুধবার বিকেলে সোনালী ব্যাংক মির্জাপুর শাখায় তদন্তে গেলে ঘটনাটি জানাজানি হয়। এ সময় অতিরিক্ত সুলিশ সুপার মির্জাপুর সার্কেল এসএম মুনসুর মুসা, তদন্ত কর্মকর্তা মির্জাপুর থানার পরিদর্শক (তদন্ত) গিয়াস উদ্দিনসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অতিরিক্ত পুলিশ সুপার শরফুউদ্দীন জানান, বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এস এম এরশাদ/এফএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।