১৮ দিন পর বিদ্যুৎ পেল রুমাবাসী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০৬:৩৯ পিএম, ২৪ আগস্ট ২০২৩

১৮ দিন বন্ধ থাকার পর রুমায় বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেলে বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম বিষটি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, চলতি মাসের ২ তারিখ থেকে ভারী বর্ষণে বান্দরবানে বন্যা ও পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে করে থানচি-রুমা সড়ক ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর আগে ১৯ আগস্ট থানচিতে বিদ্যুৎ সরবরাহ চালু হলেও রুমা উপজেলায় বন্ধ ছিল। পরে বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রচেষ্টায় আজ থেকে চালু হয়েছে। তবে এখনো পর্যন্ত সড়ক যোগাযোগ স্বাভাবিক হয়নি।

আরও পড়ুন: ১২ দিন পর বিদ্যুৎ পেল থানচিবাসী

রুমা বাজার পরিচালনা কমিটির সভাপতি অঞ্জন বড়ুয়া জানান, ৬ আগস্ট থেকে অতিবৃষ্টি ও বন্যায় উপজেলা জুড়ে সড়ক ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। সড়ক যোগাযোগ স্বাভাবিক না হলেও ১৮ দিন পর রুমাবাসী বিদ্যুৎ পেয়েছে।

বান্দরবান বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৈয়দ আমির হোসেন মাসুম জাগো নিউজকে জানান, অতিবর্ষণে সড়কে পাহাড় ধসে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রুমা-থানচিসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল। এতে বান্দরবান বিদ্যুৎ বিভাগের শত কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।

তিনি আরও বলেন, বিদ্যুৎ বিভাগের কর্মীরা রাতদিন অক্লান্ত পরিশ্রম করে ১৯ আগস্ট বান্দরবান-থানচি বিদ্যুৎ সংযোগ সচল করার পর আজ রুমাতে বিদ্যুৎ সরবরাহ চালু হয়েছে।

নয়ন চক্রবর্তী/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।