ভৈরবে সাড়ে ১১ লাখ টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০৯:১৫ এএম, ২৬ আগস্ট ২০২৩

কিশোরগঞ্জের ভৈরবে সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ভারতীয় প্রসাধনী সামগ্রী জব্দ করেছে র‌্যাব। এ সময় কবির হোসেন নামে (৩৮) এক চোরাকারবারিকে আটক করা হয়।

শুক্রবার (২৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ভৈরব লঞ্চঘাট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক কবির মিঠামইন উপজেলার কাটখাল এলাকার মো. ইসকান্দার আলীর ছেলে।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব ভৈরব ক্যাম্পের স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী এসব তথ্য নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে আড়াইটার দিকে ভৈরব লঞ্চঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী সামগ্রীসহ চোরাকারবারি কবির হোসেনকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লাখ ৫০ হাজার টাকা।

আটক কবির দীর্ঘদিন ধরে সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধ ভারতীয় প্রসাধনী সামগ্রী দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে কবির নিজের দায় স্বীকার করেছেন। জব্দ ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং আটক কবিরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এসকে রাসেল/এসজে/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।