টাঙ্গাইলে ডেঙ্গুতে এক নারীর মৃত্যু, শনাক্ত ২২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৬ আগস্ট ২০২৩

টাঙ্গাইলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রোজিনা আক্তার (৩৩) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এছাড়াও গত ২৪ ঘণ্টা আরও ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন।

শনিবার (২৬ আগস্ট) টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রোজিনা আক্তার বৃহস্পতিবার (২৪ আগস্ট) আশঙ্কাজনক অবস্থায় মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি হন। শুক্রবার (২৫ আগস্ট) মির্জাপুর কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ পর্যন্ত জেলায় মোট পাঁচজন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।

আরও পড়ুন: টাঙ্গাইলে আরও ৪৮ জন ডেঙ্গুতে আক্রান্ত

সিভিল সার্জন আরও জানান, এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ২২ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৬৫ জনে। মোট সুস্থ হয়েছেন এক হাজার ৩২৭ জন। বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১৩৮ জন।

আরিফ উর রহমান টগর/জেএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।