মাহমুদুল্লাহ রিয়াদকে বিশ্বকাপে দেখতে টাঙ্গাইলে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৩:২২ পিএম, ২৬ আগস্ট ২০২৩

এশিয়াকাপ ও বিশ্বকাপে ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদকে অন্তর্ভুক্ত করার দাবিতে টাঙ্গাইলের ভূঞাপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ আগস্ট) দুপুরে টাঙ্গাইল-তারাকান্দি আঞ্চলিক মহাসড়কে ভূঞাপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, স্থানীয় ক্রিকেট প্রেমী আরিফুজ্জামান তপু, মিজানুর রহমান, রাশেদুল ইসলাম রনি, হৃদয়, রাকিবুল ইসলাম, শাকিল তালুকদার প্রমুখ।

Tangail-(2).jpg

আরও পড়ুন: ৪ দফা দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন

বক্তারা বলেন, ক্রিকেটার রিয়াদকে বাদ দিয়ে এশিয়া কাপ ও বিশ্বকাপ একাদশ ক্রিকেট দল অসম্পূর্ণ। এছাড়া ক্রিকেট বিশ্বকাপে রিয়াদের মত সাইলেন্ট কিলার ক্রিকেটার খুবই প্রয়োজন। বক্তারা মাহমুদুল্লাহ রিয়াদকে দলে অন্তর্ভুক্ত করার জন্য ক্রিকেট বোর্ডের কাছে জোর দাবি জানান।

আরিফ উর রহমান টগর/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।