বিএনপির পুতুল নাচের আন্দোলন আমাদের জানা আছে: নানক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৬ আগস্ট ২০২৩

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বিএনপির পুতুল নাচের আন্দোলন আমাদের জানা আছে। এ পুতুল নাচ করে লাভ নেই। তারেক রহমান একজন সাজাপ্রাপ্ত পলাতক আসামি, খালেদা জিয়া একজন দণ্ডিত। সুতরাং তারা কোনোদিন নির্বাচন করতে পারবে না। কোনো দিন তারা ক্ষমতায় আসতে পারবে না।

শনিবার (২৬ আগস্ট) সকালে মৌলভীবাজার জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নানক বলেন, দেশকে অন্ধকারে নিমজ্জিত করেছিল বিএনপি। মাত্র তিন হাজার মেগাওয়াট বিদ্যুৎ ছিল। বিদ্যুৎ যে কবে আসবে সেই খবর মানুষ জানতে চাইতো। আজকে বাংলাদেশে শেখ হাসিনার সরকার ২৫ হাজার বিদ্যুৎ উৎপাদন করছে। মৌলভীবাজারে শিল্প কলকারখানা হচ্ছে। ডিজিটাল বাংলাদেশে বয়স্ক ভাতা, বিধবা ভাতা পৌঁছে যাচ্ছে মোবাইল ফোনে।

আরও পড়ুন: নির্বাচনে না এলে বিএনপির কবর রচনা হবে: নানক

তিনি বলেন, তারা এখন অস্ত্র মজুত শুরু করেছে। ছাত্রদল কর্মী ধরা পড়েছে যাদের কাছে অত্যাধুনিক অস্ত্র পাওয়া যাচ্ছে। ওরা শান্তি হরণ করার জন্য, আমাদের উন্নয়নকে বাঁধাগ্রস্ত করার জন্য বিভিন্ন অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কাজেই সবাইকে সতর্ক থাকতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে।

বিএনপির পুতুল নাচের আন্দোলন আমাদের জানা আছে: নানক

জেলা পরিষদের চেয়ারম্যান মিছবাহুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ, পুলিশ সুপার মো. মনজুর রহমান, স্থানীয় সরকারের উপ-পরিচালক মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবদুল হক, মৌলভীবাজার পৌরসভার মেয়র ফজলুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে জেলা পরিষদের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের এককালীন ২৫ লাখ টাকার বৃত্তি, একশত সেলাই মেশিন, ২৫ লাখ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।