১১ মামলার সাজাপ্রাপ্ত আসামি ২১ বছর পর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ১১:৩৫ এএম, ২৭ আগস্ট ২০২৩

দীর্ঘ ২১ বছর পর ১১ মামলায় সাজাপ্রাপ্ত আসামি কামাল উদ্দিনকে (৬৪) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন। কামাল উদ্দিন উপজেলার ইয়াকুবপুর গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে।

আরও পড়ুন: কুবি ছাত্রলীগের সাবেক সভাপতি ইলিয়াস কারাগারে

দাগনভূঞা থানার উপ-পরিদর্শক ফরহাদ কালাম সুজন বলেন, ২০০২ সালের চেকের ১১ মামলায় সাজাপ্রাপ্ত আসামি কামাল উদ্দিনকে শনিবার সকালে ঢাকার খিলক্ষেত এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ১১টি চেকের মামলা রয়েছে। মামলার পর থেকে তিনি আত্মগোপনে চলে যায়। এসব মামলায় আদালত তাকে ১১ বছরের কারাদণ্ড ও এক কোটি চল্লিশ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে কামাল উদ্দিনকে শনিবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আবদুল্লাহ আল-মামুন/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।