প্রধানমন্ত্রীকে কথা দিয়েছি, গাজীপুরের ৫ আসন উপহার দেবো: জাহাঙ্গীর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ১২:১০ পিএম, ২৭ আগস্ট ২০২৩

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিজ জেলার পাঁচ আসন উপহার দেবেন বলে জানিয়েছেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম।

তিনি বলেন, আমি এবং আমার মা গাজীপুর সিটির মেয়র জায়েদা খাতুন প্রিয় নেত্রীকে কথা দিয়েছি, গাজীপুরের পাঁচটি আসন উপহার দেবো।

শনিবার (২৬ আগস্ট) বিকেলে টঙ্গী পশ্চিম থানাধীন কছিমউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় জাহাঙ্গীর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীকে ঘরে ঘরে যেতে হবে। সরকারের উন্নয়ন নিয়ে কথা বলতে হবে। জনগণকে বুঝাতে হবে। পকেট কমিটি না দিয়ে ত্যাগী নেতাদের পদ দেওয়ার আহ্বান জানাচ্ছি।

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র থাকাকালে তার উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন, আমি উন্নয়ন করেছিলাম। আপনারা ষড়যন্ত্র করে মিথ্যাকে প্রতিষ্ঠিত করেছেন। প্রধানমন্ত্রী ও সরকারের কাছ থেকে হাজার কোটি টাকা এনেছেন কিন্তু উন্নয়ন করেননি।

চারটি রাস্তার বেহাল দশাসহ মহানগরের সার্বিক চিত্র তুলে ধরে সাবেক মেয়র বলেন, আমি মেয়র ছিলাম। এখন আমার মা মেয়র হয়েছেন। সামনের সময় আপনাদের সঙ্গে নিয়ে একটি সুন্দর নগর গড়তে চাই। আমি চাই, গাজীপুর মহানগরে সবাই নিরাপদে থাকবে, ছেলেমেয়েদের শিক্ষিত করে গড়ে
তুলবে।

টঙ্গী থানা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রজব আলীর সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় বিশেষ অতিথি ছিলেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. নাজিম উদ্দিন।

আমিনুল ইসলাম/এসজে/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।