বাড়ির পাশে স্ত্রীর মরদেহ রেখে পালালেন স্বামী

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ১২:১২ পিএম, ২৭ আগস্ট ২০২৩

ফরিদপুরের ভাঙ্গায় রোমা বেগম (৩২) নামের এক গৃহবধূর মরদেহ বাড়ির পাশের সড়কে রেখে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৬ আগস্ট) দিনগত রাত ৮টার দিকে উপজেলার পাথরাইল গ্রামের এ ঘটনা ঘটে।

রোমা বেগম ওই গ্রামের টোটন মাতুব্বরের স্ত্রী। তিনি মাদারীপুরের রাজৈর উপজেলার উত্তর চানপট্টি গ্রামের কুদ্দুস মাতুব্বরের মেয়ে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ঢাকায় ফার্নিচারের ব্যবসা করেন টোটন মাতুব্বর। শনিবার রাতে ঢাকা থেকে রোমার মরদেহ বাড়ির পাশের সড়কের ওপর ফেলে তিনি পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

আরও পড়ুন: রাস্তায় লাশ রেখে বিক্ষোভ, সড়ক অবরোধ

এ বিষয়ে নিহতের মামা মো. বাবুল মিয়া বলেন, আমার ভাগ্নি ঢাকার উত্তর বাড্ডায় স্বামীর সঙ্গে থাকতেন। তাদের তিনটি সন্তান রয়েছে। রোমার স্বামী টোটন মাতুব্বর কয়েক মাস আগে আরেকটি বিয়ে করেছে। দ্বিতীয় বিয়ের পর থেকে আমার ভাগ্নিকে নির্যাতন করত। প্রায়সময় তাকে টাকা-পয়সাও দেওয়া হতো। চাহিদামতো টাকা না পেলেই নির্যাতন করতো।

শ্বশুরবাড়ির পাশে স্ত্রীর মরদেহ রেখে পালিয়েছেন স্বামী

এ ব্যাপারে টোটন মাতুব্বরের সঙ্গে তার বাড়িতে যোগাযোগ করেও পাওয়া যায়নি। মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যায়।

শ্বশুরবাড়ির পাশে স্ত্রীর মরদেহ রেখে পালিয়েছেন স্বামী

এ ব্যাপারে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) অমিয় মজুমদার বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তার গলায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তদন্তপূর্বক পরে বিস্তারিত জানানো যাবে।

এন কে বি নয়ন/আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।