ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মুহূর্তে ১৫০ টাকার ডাব বিক্রি হয় ৮০ টাকায়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৩:০৭ পিএম, ২৭ আগস্ট ২০২৩

ফরিদপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানের পর ১৫০ টাকার ডাব ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

রোববার (২৭ আগস্ট) শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাব বিক্রেতাদের কেনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রির নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ জাগো নিউজকে জানান, শহরের চকবাজার, থানা রোডসহ বিভিন্ন এলাকার অস্থায়ী ডাবের দোকানে অভিযান চালানো হয়। এসময় দোকানিদের কেনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিক্রির নির্দেশনা দেওয়া হয়। এরপর থেকে ১৫০ টাকার ডাব দোকানিরা ৭০-৮০ টাকায় বিক্রি শুরু করেন।

jagonews24

আরও পড়ুন: মধ্যবিত্তের নাগালের বাইরে ডাব

এছাড়াও শহরের চকবাজারের সাপ্তাহিক হাটে বাজার মনিটরিং কার্যক্রম পরিচালিত হয়। এসময় রসুনের ক্রয় রশিদ দেখাতে না পাড়ায় ও বেশি দামে রসুন বিক্রির অপরাধে দুজন ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

এ সময় বাজার জেলা স্যানিটারি ইন্সপেক্টার বজলুর রশিদ, বাজার বণিক সমিতির প্রতিনিধি ও পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।