খাবার হোটেলের আড়ালে দুই ভাইয়ের মাদক কারবার
নীলফামারীর ডোমার উপজেলায় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (২৭ আগস্ট) উপজেলার ছোট রাউতা জোড়পাখুরী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, ডোমারের পূর্ব চিকনমাটি ভাটিয়াপাড়া এলাকার মৃত. তোফাজ্জল হোসেনের দুই ছেলে আব্দুর রশিদ (৫৮) ও ওসমান গনি (৫০)। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে।
পুলিশ জানায়, ডোমার বাসস্ট্যান্ড এলাকায় ওই দুই ভাইয়ের একটি খাবার হোটেল রয়েছে। এর আড়ালে তারা মাদকের কারবার করতেন। রোববার উপজেলার ছোট রাউতা জোড়পাখুরী এলাকায় মাদক বিক্রি করতে গেলে তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় দুইজনের কাছ থেকে ৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, গ্রেফতার দুই ভাই ডোমার বাসস্ট্যান্ড এলাকায় খাবার হোটেলের আড়ালে মাদকের কারবার করতো।
আব্দুর রশিদের বিরুদ্ধে ১০টি এবং গনির বিরুদ্ধে পাঁচটি মামলা আদালতে বিচারাধীন আছে।
রাজু আহম্মেদ/এমআরআর/জিকেএস