হাতে-কলমে ধানের চারা রোপণ করা শিখলো ছাত্র-ছাত্রীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ২৮ আগস্ট ২০২৩

বাস্তব অভিজ্ঞতা অর্জনে জমিতে ধান রোপণ করলো ফরিদপুরের বােয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের ডহরনগর প্রিয়বাসিনী মাধ্যমিক বিদ্যালরের সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীরা।

সোমবার (২৮ আগস্ট) দুপুর দেড়টার দিকে বিদ্যালয়ের পাশে জাহাঙ্গীর শেখের প্রায় ৩০ শতাংশ জমিতে একজন শিক্ষকের তত্ত্বাবধানে ধানের চারা রােপণ করে দেয় তারা। হাতে-কলমে ধান রােপণের অভিজ্ঞতা অর্জন করতেই তারা এ কাজ করে।

জমির মালিক জাহাঙ্গীর শেখ জাগো নিউজকে বলেন, ‘আমার মেয়ে ওই স্কুলের ছাত্রী। স্কুলের পাশেই আমার জমি। শিক্ষকরা বললেন, আপনার জমিতে স্কুলের ছাত্র-ছাত্রীরা ধান রোপণ করবে, যা শিক্ষারই একটা অংশ। পরে আমি অনুমতি দিয়েছি।’

প্রিয়বাসিনী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাে. আছাদুজ্জামান জাগো নিউজকে বলেন, বর্তমান কারিকুলামের সপ্তম শ্রেণির ‘জীবন ও জীবিকা’ বিষয়ের একটি অধ্যায়ে বাস্তব শিখন অনুযায়ী ছাত্র-ছাত্রীরা ধানের চারা রােপণ করেছে। ধান কীভাবে রােপণ করতে হয় সেটা তারা বাস্তবে শিখেছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিনয় রায় জাগো নিউজকে বলেন, পাঠ্যবইয়ে বাস্তব অভিজ্ঞতামুখী শিক্ষাব্যবস্থা কার্যকর। সেই কারিকুলাম অনুযায়ী শ্রেণিশিক্ষক শিক্ষার্থীদের ধানের চারা রােপণ করা শিখিয়েছেন।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনােয়ার হােসেন বলেন, বর্তমান কারিকুলাম হচ্ছে বাস্তবমুখী কারিকুলাম। শিক্ষার্থীরা হাতে-কলমে সমস্যা সমাধানের মাধ্যমে শিক্ষা অর্জন করবে। স্কুলের শিক্ষার্থীদের দিয়ে ধানের চারা রােপণ একটি ভালো উদ্যােগ।

এন কে বি নয়ন/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।