পুলিশ সুপারের সহযোগিতায় কলেজে পড়ার সুযোগ পেলেন রাফসান
নীলফামারী শহরের সওদাগর পাড়ার বাসিন্দা মোমিনুর ইসলামের ছেলে রাফসান আহমেদ সোয়াদ। এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়ে রাজধানীর নটর ডেম কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন তিনি। তবে অর্থাভাবে কাঙ্ক্ষিত কলেজে ভর্তির সুযোগ পেয়েও ভর্তি হতে পারছিল না তিনি।
তবে রাফসানের অসহায়ত্বের বিষয়ে জানতে পেরে নটরডেম কলেজের ভর্তির জন্য পাশে দাঁড়িয়েছেন নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর।
সোমবার (২৮ আগস্ট) বিকেলে নিজ কার্যালয়ে রাফসানের হাতে ভর্তির জন্য নগদ অর্থ তুলে দেন তিনি। এসময় তার পরবর্তী লেখাপড়া চালানোর জন্য সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
রাফসানের পরিবার সূত্রে জানা যায়, রাফসান এবার দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। এরপর এইচএসসিতে ভর্তির সুযোগ পেয়েছেন নটর ডেম কলেজে।
আরও পড়ুন: হেলিকপ্টারে ঘুরলো এসএসসিতে ১২০০ নম্বর পাওয়া শিক্ষার্থীরা
মঙ্গলবার (২৯ আগস্ট) তার ভর্তির শেষ দিন হলেও ভর্তির টাকা জোগাড় করতে পারছিলেন না বাবা মোমিনুল ইসলাম। বিষয়টি জানতে পেরে রাফসানকে নিজ কার্যালয়ে ডেকে পাঠান নীলফামারীর পুলিশ সুপার গোলাম সবুর। সেখানে রাফসানের ভর্তির জন্য টাকা দিয়ে সহযোগীতা করেন তিনি।
এবিষয়ে রাফসান বলেন, আমি এক প্রকার আশা ছেড়েই দিয়েছিলাম। ভেবেছিলাম আর মনে হয় পড়াশুনা করতে পারবো না। তবে পুলিশ সুপার স্যার আমার স্বপ্ন পূরণে পাশে দাঁড়িয়েছেন। স্যারের ও আমার আমার বিদ্যালয়ের স্যারদের মহানুভবতায় আমি কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হতে পারছি। আমার জন্য সবাই দোয়া করবেন।
নীলফামারীর পুলিশ সুপার (এসপি) গোলাম সবুর জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর অনেক খারাপ লেগেছে। টাকার জন্য মেধাবী একটা শিক্ষার্থী পড়াশুনা করতে পারবে না, এটা কখনোই কাঙ্ক্ষিত নয়। আমি তার পাশে দাঁড়াতে পেরে অনেক আনন্দিত। আমার প্রত্যাশা সে অনেক বড় কিছু হবে। দেশের জন্য কাজ করবে।
রাজু আহমেদ/জেএস/জিকেএস