বরগুনায় টিসিবির ৯০ বস্তা চালসহ ট্রাক জব্দ, ডিলার আটক
বরগুনা পৌর এলাকা থেকে টিসিবির ৯০ বস্তা চালসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় সজিব খান নামে এক ডিলারকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পৌর শহরের গগন স্কুল সংলগ্ন রাস্তা থেকে ট্রাকটি জব্দ করা হয়। বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. বশির আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক সজিব খান তালতলী উপজেলার ৫ নম্বর পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা গ্রামের জালাল খানের ছেলে। একই সঙ্গে তিনি মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানের পরিচালক।
মো. বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯০ বস্তা সরকারি চালভর্তি মিনি ট্রাক ও বিশ হাজার টাকাসহ ডিলার সজিব খানকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন: বেশি দামে ডাব বিক্রি করে জরিমানা গুনলেন ৪ ব্যবসায়ী
এ বিষয়ে তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন, ডিলার সজিব বড় বগি ইউনিয়নের মেসার্স আম্মাজান এন্টারপ্রাইজের মালিক। এরই মধ্যে আমার ট্যাগ কর্মকর্তা নিজে উপস্থিত থেকে ওই ইউনিয়নের এক হাজার ১৬৫ জনের চাল বিতরণ করেছে। বাকি দুই হাজার তিনজনের জন্য বরাদ্দ এক হাজার ১৫ কেজি চাল থাকার কথা। কিন্তু ৯০ বস্তা বা দুই হাজার ৭০০ কেজি চাল কোথা থেকে এসেছে এটা আমার জানা নেই। এই চাল পুরোটা তালতলী কিনা এটা নিয়ে সন্দেহ আছে।
তিনি আরও বলেন, এর আগে আমাদের কাছে ডিলাররা জানিয়েছেন জনপ্রতি পাঁচ কেজি করে সব চাল বিতরণ করা হয়েছে। তাদের কাছে অতিরিক্ত কোনো চাল নেই। অভিযুক্ত ব্যক্তির ডিলারশিপ বাতিলের ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেএস/এএসএম