জয়পুরহাটে ৪ দাবিতে ম্যাটস শিক্ষার্থীদের ক্লাস বর্জন
স্বতন্ত্র শিক্ষাবোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগসহ চার দফা দাবিতে ক্লাস বর্জন ও ছাত্র ধর্মঘট পালন করছেন জয়পুরহাটের ইন্টার্ন ডিপ্লোমা চিকিৎসক ও ম্যাটস শিক্ষার্থীরা।
বুধবার (৩০ আগস্ট) দুপুরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
দাবিগুলো হলো- ইন্টার্নশিপ বহাল রেখে কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে অনতিবিলম্বে ‘মেডিকেল এডুকেশন বোর্ড অব বাংলাদেশ’ নামের স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃষ্টি ও অনতিবিলম্বে নিয়োগদান এবং বঙ্গবন্ধুর পঞ্চবার্ষিকী পরিকল্পনা অনুযায়ী উচ্চ শিক্ষার সুযোগ প্রদান।
আরও পড়ুন: ‘আমরা আশ্বাস নয়, দাবির বাস্তবায়ন চাই’
এসময় ক্লাস বর্জন করে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের ম্যাটস শিক্ষার্থী ও ডিএমএফ চিকিৎসকরা।
কর্মসূচিতে বক্তব্য রাখেন ডিএমএফ চিকিৎসক নেওয়াজ মোরশেদ, ম্যাটসের ইন্টার্ন শিক্ষার্থী সুমি আক্তার, তরিকুল ইসলাম, সুলতান মাহমুদ ও আব্দুল ওহাব প্রমুখ।
জেএস/এএসএম