মেঘনায় বালু উত্তোলনের সময় নৌ-পুলিশের অভিযান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০৭:১২ পিএম, ৩১ আগস্ট ২০২৩

নারায়ণগঞ্জের আড়াইহাজারের মেঘনা নদীর শাখা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়েছে নৌ-পুলিশ। এ সময় বালু উত্তোলনের ড্রেজার মেশিন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩১ আগস্ট) দুপুরে খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামানের নেতৃত্বে অভিযান চালিয়ে এই মেশিন জব্দ করা হয়।

স্থানীয়রা জানান, স্থানীয় প্রভাবশালীদের নিয়ন্ত্রণে থাকা ড্রেজারের মাধ্যমে দীর্ঘদিন ধরে মেঘনা নদীর উচিতপুরা কাদিরদিরেন কুটিবাড়ি এলাকার শাখা নদী থেকে বালু উত্তোলন করে আসছিল একটি মহল। অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করে প্রভাবশালীরা মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

বিষয়টি বার বার স্থানীয়রা জানালেও প্রশাসন কোনো ব্যবস্থা না নেওয়ায় এরা বেপরোয়াভাবে বালু উত্তোলন করে নদীর দু’পাশে ভাঙনের সৃষ্টি করে। এতে হুমকির মুখে পড়ে স্থানীয় কৃষিজমি। পরে জনগণের অভিযোগের ভিত্তিতে ও পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যমতে খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা এ অভিযান চালায়।

খাগকান্দা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান বলেন, পানি উন্নয়ন বোর্ডের দেওয়া তথ্যে আমরা এ অভিযান চালাতে গিয়ে ঘটনার সত্যতা পাই। অভিযান টের পেয়ে ড্রেজার, ট্রলার পাইপগুলো রেখে পালিয়ে যায় বালু উত্তোলনকারীরা। আমরা এসব মালামাল জব্দ করেছি। নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার চেষ্টা করা হলে সে যেই হোক তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

মোবাশ্বির শ্রাবণ/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।