ফরিদপুর-রাজবাড়ী-গোয়ালন্দ পথে দু’দিন ধরে বাস চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:৩৭ পিএম, ৩১ আগস্ট ২০২৩

ফরিদপুর থেকে রাজবাড়ী ও গোয়ালন্দের দৌলতদিয়া পর্যন্ত বাস চলাচল গত দুই দিন ধরে বন্ধ রয়েছে। তবে রাজবাড়ী থেকে তাদের জেলার শেষ সীমানা পর্যন্ত অল্প কিছু বাস চলাচল করছে।

বুধবার (৩০ আগস্ট) সকাল থেকে এই দুই পথে সরাসরি বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

খবর নিয়ে জানা গেছে, ফরিদপুর ও রাজবাড়ী পথে প্রতিদিন আসা-যাওয়া মিলিয়ে ৮০ বার বাস চলাচল করে। এ পথে বাস চলাচল করে আধা ঘণ্টা পর পর। সকাল ছয়টা থেকে বাস চলা শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত অব্যাহত থাকে। আর ফরিদপুর থেকে রাজবাড়ীর দৌলতদিয়া পথে প্রতিদিন আসা-যাওয়া মিলিয়ে ৪০ বার বাস চলাচল করে।

মঙ্গলবার (২৯ আগস্ট) বিকেলে রাজবাড়ী জেলার গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী ও ফরিদপুরের বাস শ্রমিকদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা ঘটে। পরে ফরিদপুরের রাজবাড়ীর রাস্তা মোড় থেকে রাজবাড়ীর মালিকদের বাসগুলো রাজবাড়ীর দিকে ফিরিয়ে দেওয়া হয়। এর পরপরই রাজবাড়ী থেকে ফরিদপুরের মালিকানাধীন বাসগুলোও ফিরিয়ে দেওয়া হয়।

ফরিদপুর থেকে বাস চলাচল বন্ধ থাকায় রাজবাড়ী ও গোয়ালন্দের দৌলতদিয়ার দিক থেকে আসা বাসগুলো ফরিদপুরের সীমান্তবর্তী সাইনবোর্ড এলাকা পর্যন্ত আসছে। পরে ওই যাত্রীরা হেঁটে ফরিদপুরের সীমানায় এসে মাহেন্দ্র কিংবা ইজিবাইকে করে ভেঙে ভেঙে ফরিদপুর আসছেন।

রাজবাড়ী থেকে ফরিদপুর শহরে আসা যাত্রী লুবানা ইসলাম বলেন, রাজবাড়ী থেকে সাইনবোর্ড পর্যন্ত বাসে এসেছি। অনেক লেট করে বাস ছেড়েছে। যাত্রী না ভরা পর্যন্ত বাস ছাড়ে না। পরে মাহেন্দ্রতে করে ফরিদপুরে আসতে হয়েছে। এতে আগের থেকে ২০ টাকা বাড়তি খরচ হয়েছে।

ফরিদপুর বাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক আনিসুর রহমান বলেন, দুই জেলার বাসগুলো নিজ নিজ জেলার সীমান্ত এলাকা পর্যন্ত চলাচলের সিদ্ধান্তের পরে দেখা যায় এতে যাত্রী কম হবে, তেল খরচ উঠবে না এবং যাত্রীদের ভোগান্তি হবে। যার কারণে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

এ বিষয়ে ফরিদপুর বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি জুবায়ের জাকির বলেন, গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী ও দৌলতদিয়া থেকে আসা বাসগুলোর চলাচল নিয়ন্ত্রণ করেস তিনি। কিন্তু তার কথা বাসচালকরা শোনে না। ওই মোড়ে দেখা যায় ফরিদপুর ও রাজবাড়ী মিলে পাঁচ ছয়টি বাস জমে থাকে। এতে যাত্রীরা বিরক্ত হন এবং সময় বেশি লাগে। এজন্য গোয়ালন্দের মোড়ে পাঁচ মিনিটের বেশি কোনো বাস দাঁড়ালে ফাইনের ব্যবস্থা করা হলে এ সমস্যার সমাধান হতে পারে।

এ বিষয়ে ফরিদপুরের ট্রাফিক পুলিশ পরিদর্শক তুহিন লস্কর বলেন, বিষয়টি নিয়ে গত বুধবার দুই জেলার পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে মীমাংসার কথা হয়। তারা নিজ নিজ জেলার শেষ পর্যন্ত বাস চালাবেন। বৃহস্পতিবার রাজবাড়ী জেলা এ সিদ্ধান্ত মেনে নিয়ে ফরিদপুরের সীমান্ত পর্যন্ত বাস চলাচল শুরু করলেও ফরিদপুর থেকে বাস চলাচল বন্ধ রয়েছে।

এন কে বি নয়ন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।