নারায়ণগঞ্জে বিএনপির ৩৩৭ জনের বিরুদ্ধে মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১২:২০ এএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কর্মসূচিতে সংঘর্ষের ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাতে ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ২০০ থেকে ৩০০ জনকে আসামি করে মামলা করা হয়।

গত ৩০ আগস্ট বিকেলে কালো পতাকা মিছিলপূর্ব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে পদবঞ্চিত নেতাকর্মীরা হামলা করেন। তাদের হামলায় সাংবাদিকসহ ১৫ জন আহত হন।

এ সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু ও যুগ্ম আহ্বায়ক মনির হোসেন খানকে বেধড়ক মারধর করা হয়। সেই সঙ্গে আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে লাঞ্ছিত করা হয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে টিয়ারশ্যাল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

আরও পড়ুন: বিএনপির মিছিলে পদবঞ্চিতদের হামলা, নেতাদের বেধড়ক পিটুনি 

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) এসএম জহিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, প্রেসক্লাবের সামনে সংঘর্ষের ঘটনায় মামলা হয়েছে। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্ত আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মোবাশ্বির শ্রাবণ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।