ঘরের কাজে ব্যস্ত মা, ডোবায় পড়ে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
ফরিদপুরের সালথায় ডোবার পানিতে ডুবে মো. জাকারিয়া খান নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জাকারিয়া ওই গ্রামের মো. শফিকুল ইসলামের ছেলে।
আরও পড়ুন: বাড়ির পাশের ডোবায় পড়ে শিশুর মৃত্যু
নিহতের পরিবার ও পুলিশ জানায়, একা খেলার সময় জাকারিয়া বাড়ির পাশের ডোবায় পড়ে ডুবে যায়। এ সময় তার মা বাড়িতে কাজ করছিলেন। দীর্ঘক্ষণ তাকে না পেয়ে পরিবারের সবাই খোঁজাখুঁজি শুরু করেন। পরে ডোবা থেকে তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শেখ সাদিক বলেন, এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এন কে বি নয়ন/আরএইচ/জিকেএস