ভুয়া নথিপত্র পেশ

নাটোরে আইনজীবীসহ ৪ জনের বিরুদ্ধে আদালতের মামলা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ০১ সেপ্টেম্বর ২০২৩

নাটোরে ভুয়া নথিপত্র তৈরি করে আদালতে পেশ করার দায়ে নাটোর জজ কোর্টের আইনজীবী সাইদুল ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছেন সিংড়া আমলি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. আবু সাঈদ।

সিংড়া আমলি আদালতের বেঞ্চ সহকারী রাজু আহমেদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আসামিরা পরস্পর যোগসাজশের মাধ্যমে ভুয়া নথিপত্র তৈরি করে সিংড়া আমলি আদালতে দাখিল করেন। এ কারণে আদালত বাদী হয়ে মামলাটি করেছেন। মামলাটি বিচারের জন্য অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে।

অভিযুক্তরা হলেন নাটোর শহরের বড় হরিশপুর এলাকার বাসিন্দা ও নাটোর জজ কোর্টের আইনজীবী সাইদুল ইসলাম, মো. কামরুজ্জামান, একই গ্রামের মমতাজ ফকিরের ছেলে জাহাঙ্গীর আলম ও সিংড়ার স্ট্যাম্প ভেন্ডর মো. মোনায়েম।

আইনজীবী সাইদুর রহমান সৈকত বলেন, কেউই আইনের উর্ধ্বে নয়। আদালতের কাছে জালিয়াতি প্রমাণ হওয়ায় আইনজীবী আসামি হয়েছেন।

রেজাউল করিম রেজা/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।