নওগাঁয় খুচরা বাজারে ২-৫ টাকা কমেছে চালের দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

নওগাঁয় দুই সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে ২-৫ টাকা পর্যন্ত কমেছে চিকন চালের দাম। তবে স্থিতিশীল মোটা চালের দাম।

খুচরা ব্যবসায়ীরা বলছেন, মিল মালিকদের কাছে যেসব চাল আছে সেগুলো তারা বাজারে ছাড়তে শুরু করছেন। এছাড়াও সরকারের খাদ্যবান্ধবসহ বিভিন্ন কর্মসূচি চালু থাকায় ও বাজরে ক্রেতা না থাকায় দুই সপ্তাহের ব্যবধানে ক্রমাগতভাবে কমেছে চালের দাম।

নওগাঁ পৌর ক্ষুদ্র চাল বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে ব্রিআর-২৮ ও ২৯ জাতের চাল ৫০-৫২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। যা দুই সপ্তাহে আগে ৫৫-৫৮ টাকা কেজিতে বিক্রি হয়েছে। এছাড়াও জিরাশাইল ৫৮-৬২ টাকায় বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৫৫-৬০ টাকায়। কাটারিভোগ ৬০-৬৫ টাকা কেজিতে বিক্রি হয়েছে। যা আগে ৬৫-৭০ ছিল। তবে মোটা জাতের চাল (স্বর্ণা-৫) ৪৮-৫০ টাকা কেজিতে বিক্রি হলেও বাজার স্থিতিশীল রয়েছে।

আরও পড়ুন: দাম কমেছে চালের

বাজারে চাল কিনতে আসা লুৎফর রহমান জানান, চালের দাম কিছুটা কমেছে। কেজিতে দুই টাকা তিন টাকা কমে কোনো লাভ নেই। সিন্ডিকেট করে চালের দাম সবসময় বাড়তি রাখা হয়। বাজারে সব জিনিসের দাম বেশি এ জন্য সরকারের ভালভাবে বাজার মনিটরিং করা দরকার।

নওগাঁয় খুচরা বাজারে ২-৫ টাকা কমেছে চলের দাম

কুদ্দুস নামের আরেক ক্রেতা জানান, পাঁচ কেজি মোটা চাল কিনতে আসলাম। ৪৮ টাকা কেজি চাচ্ছে। নওগাঁতে এতো ধান চাষ হয় তবুও চালের দাম কমে না। তবে এ চাল ৪০ থেকে ৪২ টাকা হলে আমাদের মত গরিব মানুষের জন্য সুবিধা হয়।

আরও পড়ুন: আরও কমেছে চালের দাম

নওগাঁ পৌর ক্ষুদ্র চাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক উত্তম কুমার সরকার বলেন, দুই সপ্তাহের ব্যবধানে চিকন চাল কেজিতে ২-৫ টাকা করে কমেছে। কারণ হিসেবে তিনি বলেন, বাজারে আউশ ধান উঠতে শুরু করেছে। মিল মালিকদের কাছে যেসব চাল রয়েছে সেগুলো বাজারে ছাড়তে শুরু করেছেন তারা। এছাড়াও সরকার খাদ্যবান্ধব কর্মসূচির দুই মাসের চাল এক মাসে দিয়ে দিয়েছে। পাশাপাশি বাজারে ক্রেতাও নেই। এ কারণে মূলত চিকন চালের দাম গত দুই সপ্তাহে কমেছে।

নওগাঁর চালকল মালিক গ্রুপের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন চকদার বলেন, চালের বাজার নিয়ন্ত্রণে সরকার খাদ্যবান্ধবসহ বিভিন্ন কর্মসূচি চালু রেখেছে। এছাড়াও বাজারে নতুন আউশ ধান উঠতে শুরু করেছে। এসব কারণে চালের বাজার স্থিতিশীল রয়েছে।

আরএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।