খেলা দেখাতে গিয়ে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
গাইবান্ধার গোবিন্দগঞ্জে খেলা দেখাতে গিয়ে পোষা সাপের কামড়ে মজিদুল ইসলাম (৪০) নামের এক সাপুড়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরিরামপুর ইউনিয়নের রামপুরা (নতুন) বাজার এলাকায় এ ঘটনা ঘটে। মজিদুল ইসলাম ওই ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামের মৃত আকালু মিয়ার ছেলে।
আরও পড়ুন: সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু
স্থানীয়রা জানান, প্রায় এক যুগ ধরে সাপের খেলা দেখিয়ে জীবিকা নির্বাহ করে আসছিলেন মজিদুল ইসলাম। এরই ধারাবাহিকতায় বিকেলে তার পোষা সাপগুলো বক্সে নিয়ে রামপুরা এলাকায় খেলা দেখাতে যান। একপর্যায়ে একটি সাপের কামড়ে গুরুতর আহত হয় মজিদুল। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া পথে মজিদুলের মৃত্যু হয়।
হরিরামপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আজহারুল ইসলাম প্রধান বিপ্লব জাগো নিউজকে বলেন, খেলা দেখাতে গিয়ে মজিদুল ইসলাম নামের এক সাপুড়িয়ার মৃত্যু হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক।ৎ
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ জাগো নিউজকে বলেন, খেলা দেখানোর সময় সাপের কামড়ে এক সাপুড়ের মৃত্যুর বিষয়টি শুনেছি।
শামীম সরকার শাহীন/আরএইচ/জেআইএম