নারায়ণগঞ্জে যুবদল নেতা গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ১১:১৮ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক মমতাজউদ্দিন মন্তুকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় সিদ্ধিরগঞ্জের গোদনাইল ধনকুন্ডা এলাকায় তার নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। তিনি অনতিবিলম্বে তার মুক্তি দাবি করেন।

গ্রেফতারের বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, মমতাজ উদ্দিন মন্তুর বিরুদ্ধে আদালত থেকে পরোয়ানা থাকায় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। আগামীকাল তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হবে।


রাশেদুল ইসলাম রাজু/জেডএইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।