ভোটের আনন্দ আবদ্ধ রাখতে পারেনি বাদলকে


প্রকাশিত: ০৩:১২ এএম, ২২ মার্চ ২০১৬

নিজের পায়ে হাঁটার সামর্থ নেই। তারপরও ভোট দেয়ার আনন্দ ঘরে আবদ্ধ রাখতে পারেনি বাদল শাহকে। বার্ধ্যকজনিত কারণে নিজের শক্তি দিয়ে চলাচল করতে না পারলেও ভোটকেন্দ্রে এসে ভোট দিয়েছেন তিনি।

মঙ্গলবার সকাল ৮টায় ভোট শুরুর পর প্রথম প্রহরেই মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বাসাইল ইউনিয়নের চরবিশ্বনাথ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দেখা মিলে বাদল শাহের। এদিকে সকাল থেকেই কেন্দ্রটিতে উৎসবমুখর পরিবেশে ভোটারদেরকে ভোট প্রদান করতে দেখা গেছে।

চলার তো সামর্থ নেই তারপরও কেন ভোট দিতে এসেছেন এমন প্রশ্নের জবাবে বাদল শাহ বলেন, দেশের উন্নয়নের জন্য তিনি ভোট প্রদান করতে এসেছেন তিনি।

কোন সমস্যা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, তাকে ভোট দেয়ার কাজে সবাই সহযোগিতা করেছে কোন সমস্যা হয়নি। তিনি তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন বলেও জানান তিনি।

তার দুই মেয়ে এবং এক ছেলে রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, যখন কাজ করার সামর্থ ছিল তখন তিনি একটি ক্লিনিকে কাজ করতেন।

জানা গেছে, বাসাইল ইউনিয়ন পরিষদে চারজন প্রার্থী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিএনপি থেকে মো. কবির ধানের শীষ প্রতীক নিয়ে, আওয়ামী লীগ থেকে হাজী মো. সাইফুল ইসলাম যুবরাজ নৌকা প্রতীক, স্বতন্ত্র থেকে শামসুজ্জামান পনির আনারস প্রতীকে, কবির হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিয়েছেন।

দলীয় প্রতীকে অনুষ্ঠিত নির্বাচনে আজ প্রথম পর্বে ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এমএম/ জেইউ/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।