‘মশার ওষুধ দেন, টাকা আমি দেবো’ কাউন্সিলরকে শামীম ওসমান

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪, ৫, ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মনোয়ারা বেগমকে উদ্দেশ্য করে সংসদ সদস্য শামীম ওসমান বলেছেন, ৫ নম্বর ওয়ার্ডে মশার ওষুধ দেন। এ এলাকা রেড জোনে পরিণত হয়েছে। টাকা বা মেশিন লাগলে আমার থেকে নেন, আমি দেবো।

jagonews24

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যাওয়া আওয়ামী লীগ নেতা আনিসুর রহমানের মিলাদ ও দোয়ার আয়োজনে এসে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, আর কোনো জায়গায় ডেঙ্গুতে এতো আক্রান্ত হয় নাই এখানকার মতো। তাই কোনো প্রকার গাফিলতি করবেন না। যা যা করা দরকার তা করবেন।

jagonews24

এ সময় আরও উপস্থিত ছিলেন- সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া, থানা যুবলীগের আহ্বায়ক ও ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম, থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী আমিনুল হক রাজুসহ আওয়ামী লীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

রাশেদুল ইসলাম রাজু/এসজে/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।