নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি গ্রেফতার

উপজেলা প্রতিনিধি
উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০২:৫৭ পিএম, ০৪ সেপ্টেম্বর ২০২৩

নারায়ণগঞ্জ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি জুয়েল রানাকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের মজিববাগ এলাকার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন: কিশোরগঞ্জ জেলা ছাত্রদল সহ-সভাপতি গ্রেফতার 

সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) হাবিবুর রহমান জানান, গ্রেফতার ছাত্রদল নেতার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলায় ওয়ারেন্ট ছিল। তাই সকালে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে ছাত্রদল নেতা জুয়েল রানাকে গ্রেফতারে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ। তিনি অনতিবিলম্বে তার মুক্তি দাবি করেন।

রাশেদুল ইসলাম রাজু/আরএইচ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।