টুঙ্গিপাড়ায় ৫ ইউনিয়নেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নৌকার জয়


প্রকাশিত: ০৫:২৮ এএম, ২২ মার্চ ২০১৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। এ উপজেলার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনিত প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হওয়ায় শুধুমাত্র কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ভোট চলছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে এ ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

বিনা  প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত চেয়ারম্যানরা হলেন, ১নং কুশলী ইউনিয়নে মোহাম্মদ খালিদ হোসেন, ২নং বর্ণি ইউনিয়নে মো. শফিকুল ইসলাম বাদশা মুন্সি, ৩নং গোপালপুর ইউনিয়নে সুষেন সেন, ৪নং পাটগাতী ইউনিয়নে মিলন মোল্লা ও ৫নং ডুমুরিয়া ইউনিয়নে কবির আলম তালুকদার।

উল্লেখ্য, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন কুশলী, বর্ণি ও পাটগাতী ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের বাইরে আওামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে তিন ইউনিয়নে নৌকা মার্কার প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে প্রথম ধাপ অতিক্রম করেন।

এছাড়া গোপালপুর ও ডুমুরিা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীরা মনোননপত্র প্রত্যাহার না করলেও নির্বাচনের আগেই নির্বাচন থেকে সরে দাঁড়ান। ফলে ওই দুই ইউনিয়নেও ভোট যুদ্ধ ছাড়াই আওামীলীগের প্রার্থীরা  চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে  এগিয়ে যান।

হুমায়ূন কবীর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।