কুতুবদিয়ায় বিএনপি প্রার্থীর ভোট বর্জন


প্রকাশিত: ০৬:১২ এএম, ২২ মার্চ ২০১৬

ভোটগ্রহণ শুরুর ২ ঘণ্টার মাথায় কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নে বিএনপি মনোনীত প্রার্থী ফিরোজ খান চৌধুরী ভোট বর্জন করেছেন। ভোট ডাকাতির অভিযোগে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে ধানের শীষের প্রার্থীর পক্ষে তাঁর বড় ভাই জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এটিএম নূরুল বশর চৌধুরী সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান।

বিএনপির অভিযোগ, আলী আকবর ডেইল ইউনিয়নের ৯টি কেন্দ্রের মধ্যে ৭টি কেন্দ্র থেকেই ধানের শীষের এজেন্টদের মারধর করে বের করে দিয়েছে ক্ষমতাসীন দলের লোকজন। এতে পুলিশ ও প্রশাসনের সহযোগিতা রয়েছে বলে অভিযোগ করেন নুরুল বশরের।

উপজেলা চেয়ারম্যান এটিএম নুরুল বশর চৌধুরীর অভিযোগ, সোমবার থেকে সরকার দলীয় এমপি আশেক উল্লাহ রফিক কুতুবদিয়ায় অবস্থান করছেন। তিনি প্রশাসনকে প্রভাবিত করে নির্বাচনে কারচুপির পূর্ব পরিকল্পনা করেন। তার প্রতিফলন দেখা যায় মঙ্গলবার ভোটগ্রহণ শুরুর পর পর।

তিনি আরও অভিযোগ করেন, নৌকা প্রতীকের প্রার্থী নুরুচ্ছফা বিকম এর লোকজন পূর্ব আলী আকবর ডেইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইফাদ সাইক্লোন সেন্টার, খুদিয়ার টেক সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব তবালের চর রেড ক্রিসেন্ট সাইক্লোন সেন্টারসহ ৭টি কেন্দ্র দখল করে নিয়েছে। পুলিশ, প্রশাসন, নৌকার প্রার্থী, এমপি এরা সবাই মিলে ভোট ডাকাতি করছে।  ফলে বর্জন করা ছাড়া আর কোন উপায় ছিল না।

কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন কেন্দ্র দখলের অভিযোগ অস্বীকার করে বলেন, জেলার তিন উপজেলাতেই স্বতঃস্ফূর্তভাবে ভোটগ্রহণ চলছে।

সায়ীদ আলমগীর/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।