দোহারে চেয়ারম্যান পদে লড়ছেন ১৯ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৪ এএম, ২২ মার্চ ২০১৬

দোহার উপজেলার পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে মোট ১৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ৫ জন এবং বিএনপির ২ জন। বাকি প্রার্থীরা হলেন আওয়ামী লীগ ও বিএনপির বিদ্রোহী এবং স্বতন্ত্র প্রার্থী।

দোহার উপজেলার মোকছেদপুর, নারিশা, বিলাসপুর, কুসুমহাটি ও নয়াবাড়ী ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নারিশা ইউনিয়নে বিএনপি সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী লুৎফর রহমান (ধানের শীষ), আওয়ামী লীগের প্রার্থী আওলাদ হোসেন (নৌকা), স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন দরানী (আনারস), ডা. আবুল কালাম (মোটরসাইকেল)। বিলাসপুরের চেয়ারম্যান পদপ্রার্থী আওয়ামী লীগের হুকুম আলী চোকদার (নৌকা), স্বতন্ত্র প্রার্থী মো. আলাউদ্দিন মোল্লা (আনারস), সামাদ বেপারী (ধানের শীষ)। কুসুম হাটিতে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আমজাদ হোসেন (নৌকা), বিদ্রোহী প্রার্থী পান্নু। মোকছেদপুর আওয়ামী লীগের আব্দুল হান্নান (নৌকা), বিএনপির আবদুল হালিম (নির্বাচন বর্জন করেছে)। নয়াবাড়ীতে আওয়ামী লীগ সমর্থিত বজলুর রহমান কামাল (নৌকা), স্বতন্ত্র প্রার্থী শামীম আহমেদ (আনারস)।

এই নির্বাচনে দোহারে মোট ভোটার ৮৮ হাজার ৮২৪ জন । এর মধ্যে পুরুষ ভোটার ৪৩ হাজার ৬১০ জন এবং নারী ভোটার ৪৫ হাজার ২১৪ জন। উপজেলার ৪৫টি কেন্দ্রে এই ভোট অনুষ্ঠিত হচ্ছে।

৫টির মধ্যে ২টিতে বিএনপির প্রার্থী দেয়া প্রসঙ্গে স্থানীয়রা বলেন, শেষ বেলায় বিএনপির কোনো ভালো প্রার্থীই খুঁজে পায়নি। সাংগঠনিক দুর্বলতার কারণেই এখানকার বিএনপি ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাল হারিয়ে ফেলছে।

এএসএস/এআর/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।