ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড নয়, জরুরি জনসচেতনতা
গাইবান্ধায় গত ২৪ ঘণ্টায় আরও ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ রোগী।
মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গাইবান্ধা সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুল্লাহেল মাফী জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, এখন পর্যন্ত জেলায় মোট ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে ৪০৯ জন। এর মধ্যে ৩৮৬ জন সুস্থ হয়েছে। গাইবান্ধা জেনারেল হাসপাতালে আট, গোবিন্দগঞ্জে দুই ও পলাশবাড়ীতে দুইজন নতুন করে আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন
বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ২৩ জন। এর মধ্যে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ১২ জন, গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুইজন ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৯ জন।
গাইবান্ধা সিভিল সার্জন ডাক্তার মো. আব্দুল্লাহেল মাফী বলেন, গত ২৪ ঘণ্টায় জেলার সাত উপজেলায় নতুন করে ১২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
তিনি আরও বলেন, ডেঙ্গুর জন্য আলাদা ওয়ার্ড জরুরি না, জরুরি রোগীকে মশারির মধ্যে রাখা, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলা ও প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়ানো। সবচেয়ে বেশি জরুরি জনসচেতনতা।
শামীম সরকার শাহীন/জেএস/জিকেএস