কিশোরগঞ্জ

বিএনপি নেতা চাঁদের রিমান্ড-জামিন নামঞ্জুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কিশোরগঞ্জ
প্রকাশিত: ০২:৩২ পিএম, ০৫ সেপ্টেম্বর ২০২৩

বিএনপি নেতা আবু সাইদ চাঁদের সাত দিনের রিমান্ড ও জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন কিশোরগঞ্জ আদালত।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় কিশোরগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আবু সাইদ চাঁদকে নিয়ে আসা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা সদর মডেল থানার ইন্সপেক্টর মোবারক হোসেন সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

দীর্ঘ শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিন রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাদীপক্ষে মামলাটি পরিচালনা করেন এপিপি অ্যাডভোকেট আতিকুল হক বুলবুল। অন্যদিকে আসামিপক্ষে মামলাটি পরিচালনা করেন জেলা বিএনপির সহসভাপতি অ্যাডভোকেট জালাল উদ্দীনসহ অন্যরা।

আরও পড়ুন: বিএনপি নেতা চাঁদকে কিশোরগঞ্জের মামলায় শ্যোন অ্যারেস্ট

সোমবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টায় তাকে কড়া পুলিশ পাহারায় কিশোরগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানায় আনা হয়। পরে বেলা সাড়ে ১১টার সময় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক রাশিদুল আমিনের আদালতে তোলা হলে তাকে এ শ্যোন অ্যারেস্ট দেখানো হয়।

এর আগে রোববার (৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে রাজশাহী কারাগার থেকে কিশোরগঞ্জ কারাগারে আনা হয়।

২৪ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক মো. আবু সাঈদ চাঁদের নামে কিশোরগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন অ্যাডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু।

এসকে রাসেল/জেএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।