মাতামুহুরী নদীতে ভাসছিল সাবেক সেনা সদস্যের মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:১৭ এএম, ০৬ সেপ্টেম্বর ২০২৩

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদী থেকে মহসিন ভুট্টু (৪৭) নামে সাবেক সেনা সদস্যের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৬ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে স্থানীয়রা মাতামুহুরী ব্রিজের উত্তর পাশে পানিতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। মহসিন ভুট্টু চকরিয়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের খলিলুর রহমানের ছেলে।

আরও পড়ুন: মাছ ধরার ট্রলারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

স্থানীয়রা জানায়, মহসিন ভুট্টু সেনাবাহিনীর সদস্য ছিলেন। বেশ কয়েক বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। কেন বা কিভাবে তার মরদেহ নদীতে এসেছে তা কেউ বলতে পারছেন না।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ বলেন, মরদেহটি উদ্ধারের পর সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর রহস্য জানা যাবে।

সায়ীদ আলমগীর/জেএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।