ট্রাক-নসিমন মুখোমুখি সংঘর্ষে নিহত ৩


প্রকাশিত: ০৬:০৭ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

যশোর-চৌগাছা সড়কের আবদুলপুর বাজারে ট্রাক ও নসিমন মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিক্যাল এডুকেশন বিভাগের তৃতীয় বর্ষের একজন শিক্ষার্থী রয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুস সাত্তার জানান, নিহত শিক্ষার্থী আবু হানিফের বাড়ি টাঙ্গাইলে। নিহত অন্য দুজন হলেন- চৌগাছা উপজেলার শলুয়া গ্রামের মাওলানা হাবিবুর রহমান বুলবুলির স্ত্রী খাদিজা বেগম (৫০) ও একই এলাকার রুহুল আমিনের ছেলে আনিসুর রহমান (২৮)। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের মধ্যে সাতজনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।


-

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।