গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ২


প্রকাশিত: ০৬:২২ এএম, ১২ ডিসেম্বর ২০১৪

গাইবান্ধার সুন্দরগঞ্জের বামনডাঙ্গা রেলগেটে ধাক্কা লেগে ফেরদৌস (২২) ও খোরশেদ (২০) নামের দুই মোটরসাইকেল আরোহী মারা গেছেন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।

ফেরদৌস রংপুরের পীরগাছা উপজেলার চৌধুরানী চন্দ্রপাড়া গ্রামের মজিবুল হকের ছেলে। খোরশেদ একই এলাকার আমিনুল হকের ছেলে। তারা চাচা-ভাতিজা।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৪টার দিকে ওই দুই যুবক গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গায় হাউজি খেলে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। বামনডাঙ্গা দক্ষিণ রেলগেটে তাদের মোটরসাইকেলটি প্রথমে স্পিডব্রেকারের সঙ্গে ধাক্কা খায়। পরে রেলগেটের সঙ্গে আবারো ধাক্কা লাগলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা তাদের লাশ নিয়ে যান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।