ঘরের কাজ শেষে ভোটকেন্দ্রে নারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঢাকা
প্রকাশিত: ০৯:০১ এএম, ২২ মার্চ ২০১৬

ইউপি নির্বাচনের প্রথম ধাপে মঙ্গলবার দুপুরের পর ঢাকার দোহার উপজেলার বিভিন্ন কেন্দ্রে নারী ভোটারদের উপস্থিতি ছিল বেশি। সরেজমিনে নারিশা ও বিলাসপুর ইউনিয়নের কয়েকটি কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে।

দুপুর সাড়ে ১২টায় ইউনিয়নের হাজার বিঘা মাদ্রাসা ভোটকেন্দ্রে বোরকা পরা নারীদের দীর্ঘ লাইন দেখা যায়। প্রখর রোদে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তারা ভোট দেয়ার অপেক্ষা করছেন। নারীদের পাশেই পুরুষের লাইনটি পুরোই খালি।

প্রিজাইডিং অফিসারের দেয়া তথ্য অনুযায়ী, কেন্দ্রের মোট ১ হাজার ৫০ ভোটারের মধ্যে ৪৯৮ জন মহিলা ও ৫৫২ জন পুরুষ। এদের মধ্যে ৩১১ জন পুরুষ ও ২৪৬ মহিলা ইতোমধ্যে ভোট দিয়েছেন। তবে দুপুরের পর দলে দলে ভোটকেন্দ্রে ঢুকছেন নারীরা।

জেবুন নাহার নামে এক ভোটার জাগো নিউজকে জানান, সকাল থেকে ঘরের কাজ আর রান্নাবান্না নিয়ে ব্যস্ত ছিলাম। সেগুলো শেষ করে এখন ভোট দিতে এসেছি।

জবেদা খাতুন নামে আরেক ভোটার বলেন, মেয়েকে স্কুলে দিয়ে ঘরের কাজকর্ম সেরে দুপুরে ভোট দিতে আসলাম।

এদিকে ২০১৪ সালের জাতীয় নির্বাচনের পর সহিংসতার মূল কেন্দ্র ছিল দোহারের এই বিলাসপুর। সেই সহিংসতায় মারা যায় ৫ জন। নির্বাচনী সহিংসতায় ভোটাররা আতংকিত কিনা জানতে চাইলে হাজার বিঘা মাদ্রাসা কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মোজাফফর হোসেন জাগো নিউজকে বলেন, ভোটারদের মধ্যে কিছু আতংক রয়েছে। তবে এবার এখানে শান্তিপূর্ণ পরিবেশেই ভোটগ্রহণ চলছে। আতংক ভোট প্রদানে কোন ব্যাঘাত ঘটাবে না। একই চিত্র ছিল দোহারের শিমুলিয়া প্রাথমিক বিদ্যালয়েও। দুপুরের পর সেখানেও বেড়েছে নারী ভোটারের উপস্থিতি।

এআর/এএসএস/জেএইচ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।