পুকুরে গোসল করতে নেমে লাশ হলো ৭ বছরের শিশু
নীলফামারীতে বৃষ্টিতে গোসল করতে বের হয়ে পুকুরে ডুবে বিপ্লব দাস (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার গোড়গ্রাম জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
শিশু বিপ্লব দাস ওই এলাকার দিলিপ দাসের ছেলে।
পরিবারের লোকজন জানান, সবার অজান্তে বৃষ্টিতে গোসল করতে বের হয় শিশু বিপ্লব। পরে অনেকক্ষণ তার কোনো খোঁজ না পাওয়ায় চারদিকে খুঁজতে থাকেন তার মা-বাবা। একপর্যায়ে পুকুরে তাকে অবচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভিরুল ইসলাম জাগো নিউজকে বলেন, মরদেহ হাসপাতালে রাখা আছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
রাজু আহম্মেদ/এসআর/এএসএম