বোয়ালখালীতে বন্য হাতির আক্রমণে প্রবাসী আহত


প্রকাশিত: ১০:২৩ এএম, ২২ মার্চ ২০১৬

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় বন্য হাতির আক্রমণে লিটন বড়ুয়া (৩০) নামের এক প্রবাসী গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জৈষ্ঠ্যপুরা পাহাড়ের আটারো মুড়া নামক স্থানে নিজের লেবু বাগান দেখতে গেলে বন্য হাতির কবলে পড়েন তিনি।

আহত লিটন উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠ্যপুরা গ্রামের উত্তর বড়ুয়া পাড়ার সুধীর বড়ুয়ার ছেলে। বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) এ সংজ্ঞাহীন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন তার স্ত্রী সুমী বড়ুয়া।  

স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম জানান, বিগত কয়েক মাস ধরে জৈষ্ঠ্যপুরার পাহাড়ি অঞ্চলে বন্য হাতির উপর্যুপরি তাণ্ডবে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে। লিটন বিদেশ থেকে মাস খানেক আগে দেশে আসেন।

লিটনকে স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসপাতালে স্থানান্তর করেন। লিটনের ইতু বড়ুয়া (১৪) ও জিতু বড়ুয়া নামের ২ সন্তান রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে দুবাইয়ে আছেন।

জীবন মুছা/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।