আ’লীগ ক্ষমতায় থাকলে গ্রামের মানুষকে শহরে যেতে হবে না: রিপন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাইবান্ধা
প্রকাশিত: ০৭:৩১ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

গাইবান্ধা-৫ আসনের সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে গ্রামের মানুষকে কর্মসংস্থানের জন্য শহরে যেতে হবে না। শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার কচুয়া ইউনিয়নের ওসমানেরপাড়ায় একটি উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

মাহমুদ হাসান রিপন বলেন, প্রধানমন্ত্রী শিক্ষা, যোগাযোগ, স্বাস্থ্য, বাসস্থান, সামাজিক নিরাপত্তাসহ সব ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে কলকারখানা শুধু ঢাকায় নয় সাঘাটা-ফুলছড়িতেও গড়ে উঠবে। কর্মসংস্থানের জন্য আর শহরে যেতে হবে না।

ripon-(2).jpg

আরও পড়ুন: গ্রাম ও শহরে কোনো বৈষম্য থাকবে না : প্রধানমন্ত্রী

তিনি বলেন, গ্রামগুলো যাতে শহরে রূপান্তরিত করা যায় সেই পরিকল্পনা নিয়ে কাজ করছি। দেশের এ উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় নির্বাচনে আবার নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম শামসুল আরেফিন টিটু, সাধারণ সম্পাদক নাছিরুল আলম স্বপন ও আওয়ামী লীগ নেতা মোকছেদুল হাসান সাজু প্রমুখ বক্তব্য রাখেন।

শামীম সরকার শাহীন/আরএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।