কাঠ পুড়িয়ে কয়লা তৈরি, ১১৩ চুল্লি গুঁড়িয়ে দিলো প্রশাসন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০৮:৫৮ পিএম, ০৯ সেপ্টেম্বর ২০২৩

যশোরের অভয়নগরে অনুমতি ছাড়া কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ঘটনায় ১১৩টি অবৈধ চুল্লি গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসন। এসময় ৬০ বস্তা কয়লাসহ একটি নছিমন এবং একটি ভ্যানগাড়ি জব্দ করা হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের আমতলা ও সোনাতলা গ্রামে এ অভিযান পরিচালিত হয়। আগুন নিভিয়ে ১৫ জন শ্রমিক দিয়ে চুল্লিগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়।

Jess-2.jpg

অভিযানের নেতৃত্ব দেন যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ। তার সঙ্গে ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও অভয়নগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান।

এলাকাবাসীর অভিযোগ, পরিবেশ অধিদপ্তর ও স্থানীয় প্রশাসনের অনুমতি ছাড়াই জনবসতিপূর্ণ এলাকায় ওই চুল্লিগুলো স্থাপন করা হয়। প্রতিটি চুল্লিতে ২০০ থেকে ৩০০ মণ কাঠ পোড়ানো হয়। ৮-১০ দিন পোড়ানোর পর চুল্লি থেকে কয়লা বের করা হয়। কাঠ পোড়ানোর সময় চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় গোটা এলাকা আচ্ছন্ন হয়ে যায়। যে কারণে এলাকায় শ্বাসকষ্টজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে এ ধোঁয়া ফসলের ওপরও বিরূপ প্রভাব ফেলছে। তাই এসব অবৈধ চুল্লি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

Jess-2.jpg

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান বলেন, দিনব্যাপী অভিযান চালিয়ে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১১৩টি অবৈধ চুল্লি ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। এসময় ৬০ বস্তা কয়লাসহ একটি নছিমন এবং একটি ভ্যান জব্দ করা হয়েছে। এসময় ঘটনাস্থলে চুল্লি মালিকদের পাওয়া যায়নি। তবে তালিক তৈরি করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

যশোর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক হারুন অর রশিদ বলেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে অভয়নগর থানা পুলিশের একটি দল, স্থানীয় জনপ্রতিনিধিসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

মিলন রহমান/এমআরআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।