রংপুরে আ.লীগ প্রার্থী জয়ী
রংপরের পীরগাছা উপজেলার কল্যাণী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী নুর আলম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী তিনি পেয়েছেন ৬ হাজার ৪৫ ভোট। তার নিকটতম জাতীয় পার্টি সমর্থিত প্রার্থী আব্দুল জলির সরকার পাঁচ হাজার ৫৬২ ভোট পেয়েছেন।
মোট ১০টি কেন্দ্রে মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
কল্যাণী ইউনিয়নে চেয়ারম্যান পদে চারজন প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ইউনিয়নে মোট ভোটার ছিল ১৬ হাজার ৮৩৯ জন।
উল্লেখ্য, রংপুরের ৮ উপজেলার ৬৮টি ইউনিয়নের মধ্যে প্রথম দফায় একটি ইউনিয়ন পীরগাছার কল্যাণীতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হলো।
জিতু কবীর/এআরএ/এবিএস