গাইবান্ধায় জুয়া খেলার সরঞ্জামসহ গ্রেফতার ১২
গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজমিরুজ্জামান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতাররা হলেন- বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের ইলিয়াছ আলীর ছেলে জহুরুল ইসলাম (৩০), ইদ্রিস আলীর ছেলে আনারুল ইসলাম (৪০), বাদশা মিয়ার ছেলে ফরিদ মিয়া, আবুল হোসেনের ছেলে মতিউর রহমান (৩০), মৃত সোহরাব আলীর ছেলে মমিনুল ইসলাম (৪০), আতোয়ার আলীর ছেলে জাহাঙ্গীর মিয়া (২৭) ও খলিল উদ্দিনের ছেলে রুবেল মিয়া (২৩)। পশ্চিম বেলকা গ্রামের মৃত আছমত আলীর ছেলে নুর মোহাম্মদ মিন্টু (৩৮), নুরুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম (৪০), মৃত জাবেদ আলীর ছেলে মুসলিম মিয়া (৩২), মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মিজানুর রহমান (৪০) ও দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের মৃত হাবিবুল্লাহ'র ছেলে আজিজল হক (৫০)।
পুলিশ জানায়, রোববার দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বেলকা ইউনিয়নের বেলকা নবাবগঞ্জ গ্রামের জহুরুল ইসলামের মুদির দোকানের উত্তর পার্শ্বের বাঁশঝাড়ে ও পশ্চিম বেলকা গ্রামস্থ চাঁন্দের মোড়স্থ শাহিন মিয়ার চায়ের দোকানের ভেতরে টাকার বিনিময়ে জুয়া খেলার সময় হাতে নাতে ১২ জুয়াড়িকে আটক করে সুন্দরগঞ্জ থানা পুলিশ। একইসঙ্গে জুয়া খেলার সরঞ্জাম, খেলায় ব্যবহৃত প্লাস্টিকের বস্তা ও জুয়ার বোর্ডে থাকা বিভিন্ন নোটের নগদ চার হাজার ১৬০ টাকা জব্দ করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান জাগো নিউজকে বলেন, আটকদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
শামীম সরকার শাহীন/এসজে/এমএস